ইসলামিক উক্তি

islamic status, islamic speech
islamic status

বর্তমান বিশ্বে প্রতিটি মানুষই কাউকে না কাউকে আইডল হিসাবে মনে অথবা অনুসরণ করে থাকে । কিন্তু বেশির ভাগ মানুষ সফল হওয়ার জন্যে তাদের উক্তি অনুসরণ করে থাকে । আসল সফলতা কি তা তারা না জেনেই দুনিয়া থেকে বিদায় নেয় । কথা হলো তারা কি আসলেই সফল, নাকি তাদের সফলতা শুধু দুনিয়াতেই সীমাবদ্ধ । ইসলামে এমন অনেক আল্লাহ ভীরু আল্লাহর বান্দার উক্তি আছে যা অনুসরণ করতে পারলে নিঃসন্দহে বলা যায় যে, মানুষের দুনিয়া ও আখেরাত দুইটাই সফল । 

ইসলামিক উক্তি 

তিনটি কাজ খুবই কঠিন তবে আল্লাহর কাছে তার মূল্যও অনেক বেশি :
১. সম্পদ কম হলেও তা থেকে দান করা।
২. নির্জনস্থানে গুনাহ থেকে বেঁচে থাকা।
৩. এমন ব্যক্তির সামনে হক কথা বলা যার থেকে কিছু পাওয়ার আশা থাকে কিংবা তার শাস্তির ভয় থাকে।
( ইমাম শাফেয়ী রহ.)


ইমাম আব্দুল্লাহ বিন মুবারক ( রহ. ) কে উত্তম চৱিত্র, সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, উত্তম চরিত্র হলাে, চেহারা হাস্যোজ্জল রাখা এবং সবাইকে কল্যাণ দান করা। ( অর্থাৎ সবার সাথে ভালো আচরন করা ও কাউকে কোন কষ্ট না দেয়া ।


হতভাগ্য হওয়ার লক্ষন পাঁচটি :

অন্তর শক্ত হওয়া, 
আল্লাহর ভয়ে চোখে পানি না আসা, 
নির্লজ্জ হওয়া, 
দুনিয়ার প্রতি আসক্ত হওয়া, 
লম্বা আশা রাখা। 
হযরত ফুযায়েল বিন ইয়াজ ( রহ. )


হকের উপর অবিচল থাকা :

সবর, সালাত, ইতেগফার ও তাসবীহ হকের উপর অবিচল থাকার অন্যতম সহায়ক।


তুমি তাকে চিনতে পারােনি :

একবার হযরত ওমর রাযি. শুনতে পেলেন, এক লােক অপর একজনের প্রশংসা করছে। তখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কখনাে তার সাথে সফর করেছাে? 
সে উত্তর দিল : না
তারপর বললেন : তাহলে কি তার সাথে কখনাে লেনদেন করেছাে? 
লোকটি বলল : না। 
তখন তিনি বললেন, আল্লাহর শপথ যিনি ছাড়া কোনও ইলাহ নেই তাহলে তুমি তাকে চিনতে পারােনি।